ঝালকাঠিতে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু

  • ঝালকাঠি সংবাদদাতা | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০১৭, ০৪:৫৬ পিএম

ঝালকাটি: ঝালকাটিতে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল কার্যক্রম। ইজতেমা পরিচালনা কমিটি জানায়, বুধবার সন্ধ্যা থেকে জেলা ক্রীড়া সংস্থার পুরাতন মাঠ ও আশপাশের এলাকায় সমবেত হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

ইজতেমায় কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দিয়ে সার্বক্ষণিকভাবে ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকা নজরদারি করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে জায়গা না হওয়ায় দেশের ৩২ জেলায় পর্যায়ক্রমে এ ইজতেমার আয়োজন করা হচ্ছে বলে জানান তাবলীগের জেলা আমির।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর