ভান্ডারিয়ায় আগুনে তিন বসতঘর পুড়ে ছাই

  • পিরোজপুর সংবাদদাতা | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৭, ০৫:১২ পিএম

পিরোজপুর: জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। ওই এলাকার ইউপি সদস্য মো. ফিরোজ হোসেন মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন শামছুল হকের রান্না ঘর থেকে রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের পাশের মোদাচ্ছের ও হানিফার বসতঘরেও ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গ্রামের লোকজন এসে নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ফায়ার সার্ভিসের ভান্ডারিয়া ইউনিটের একটি দল সেখানে পৌঁছার আগেই বসতঘর তিনটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় হানিফ, মোদাচ্ছের ও শামছুল হকের নগদ টাকা ও ধানসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর