মৃত্যুতেই ওদের প্রেমের মিলন!

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৭, ১০:৪৬ পিএম

সিরাজগঞ্জ: তারা তো পালিয়ে বিয়ে করতে পারতো। কিংবা প্রেমিকার বিয়ে ঠেকিয়েও দিতে পারতো প্রেমিক। এখনকার ছেলেমেয়েরা এমনই করে। ওরা আবার এমন পথ বেছে নিল কেন? আ-হা এতো কষ্ট দিয়ে গেল ওরা বাবা মাকে।

এভাবে দুঃখ প্রকাশ করছেন সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার বাসিন্দারা। মহল্লাসহ আশপাশ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবার এক কথা। অকালে ঝরে গেল দুটো প্রাণ।

ঘটনাটা শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঘটেছে। বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মিরপুর উত্তরপাড়ার মুকুল হোসেনের মেয়ে মুক্তা (১৯) ও রেলওয়ে কলোনির নুরনবীর ছেলে রাব্বী হোসেন সজিব (২২)।

তাদের মৃত্যুতে কাঁদছে অনেকেই। কেউ কেউ বলছেন, মৃত্যুতেই ওরা মিলন চেয়েছিল। তাই এক সঙ্গে চলে গেল। কিন্তু এভাবে চলে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি।

সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আরজু আহমেদ জানান, রাব্বীর সঙ্গে মুক্তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিষয়টি জানাজানি হলে মুক্তার বাবা মেয়েকে অন্যত্র বিয়ে দেন। তবে এখন বরের বাড়ি যায়নি মুক্তা। গোপনে রাব্বীর সঙ্গে প্রেম চালিয়ে আসছিল। এখবর জানাজানি হলে মুক্তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে চাপ সৃষ্টি করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে রাব্বী আর মুক্তা গোপনে দেখা করে। পরে তারা নিজ নিজ বাড়ি চলে আসে। বাড়ি গিয়েই মুক্তা বিষপান করে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত ছুটে আসে রাব্বী। মুক্তাকে উদ্ধার করে রাব্বী সোজা নিয়ে চলে যায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।

প্রেমিকার মৃত্যু সহ্য করতে পারছিল না রাব্বী। তারই রাত ৯টার দিকে সেও বিষপান করে। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শামীম হোসেন প্রেমিক যুগলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, প্রেমিক যুগলের আত্মহত্যার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সোনালীনিউজডটকম