নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১১

  • নরসিংদী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ০৯:৪০ এএম

নরসিংদী : নরসিংদীর বেলাবো উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার দড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাস উপজেলার দড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১১জন মারা গেছেন। আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে ফরিদপুরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুন ধরে ১৩ জন মারা যায়। এ ছাড়া শুক্রবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মাগুরা, গাজীপুর, নাটোর ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক সাবেক সেনাসদস্যসহ আরও ১২ জন নিহত ও ৪২ জন আহত হন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ