ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ০৬:৪৮ পিএম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সৈনিক আবদুল আলীম আদালতে আত্মসমর্পন করেছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায়  তিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ জানুয়ারি আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ২৬জনকে মৃত্যুদন্ড ও আরো ৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭জনকে অপহরণ করা হয়। যাদের লাশ ওই বছরের ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক থাকে আবদুল আলীম। পরে তাকে র‌্যাব থেকে চাকরিচ্যুত করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম