নূর হোসেনের সহযোগি সেলিমের আত্মসমর্পণ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ০৬:২১ পিএম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ট সহযোগি ওয়াহিদুজ্জামান সেলিম আদালতে আত্মসমর্পণ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ওয়াহিদুজ্জামান সেলিম জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে আদালত এ নির্দেশ দেন।

জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ এর বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করা হয় যেখানে ২৬ জনকে মৃত্যুদন্ড ও আরো ৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম