রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

  • রাজবাড়ি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ১০:১৭ এএম

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া অঞ্চলিক মহাসড়কের বনগ্রাম এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোজাম্মেল নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। নিহতের বিরুদ্ধে হত্যা-খুন এবং ধর্ষণ সহ সাতটি মামলা রয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোয়াজ্জেম ফকির চরমপন্থী দলের নেতা ছিলেন।

তিনি আরও জানান, গতরাত ৩ টার দিকে চরমপন্থী নেতা মোজাম্মেলের নেতৃত্বে একদল চরমপন্থী নেতারা সভা করার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময়ই রাজবাড়ী ডিবি পুলিল এবং পাংশা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলের কাছে পৌছাতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করলে গুলিবিদ্ধ চরমপন্থী দলের নেতা মোজাম্মেল। তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড  তাজা কার্তুজ এবং দুই রাউন্ড ফায়ার কার্তুজ উদ্ধার করে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ