পরীক্ষার্থী দিতে গিয়ে লাশ হয়ে ফিরলো মনিরা

  • নিজস্ব প্রতিবেদক রংপুর | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০৫:০৩ পিএম
প্রতিক ছবি

রংপুর: সকালে বাড়ি থেকে বের হয়েছিলো পরীক্ষা দেয়ার জন্য জন্য। কিন্তু পরীক্ষা কেন্দ্রের পৌঁছার আগেই লাশ হয়ে বাড়ি ফিরতে হলো মনিরা খাতুন নাকে এক এক এসএসসি পরীক্ষার্থীকে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলা কলার মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মারা যান মনিরা খাতুন।

মনিরা সদর ইউনিয়নের রামপুরা গ্রামের মাহাবুব হোসেনের মেয়ে এবং পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বেরিয়ে অটোরিকশায় করে পরীক্ষা কেন্দ্র কছিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় জামতলা কলারমোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মনিরা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম