মুন্সীগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৫:১৯ পিএম

মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহরের কাচারী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলাবাসী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পন শুরু করে।

এরপর জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি হরগঙ্গা কলেজ, বিভিন্ন সরকারি দপ্তরর, স্কুল-কলেজ সংগঠন পর্যায়ক্রমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিককর্মী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

পুষ্পস্তবক অর্পণের সময় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম