‘রেফারি নিযুক্ত হয়ে গেছে, জার্সি পরে আসেন’

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৮:০১ পিএম

কুমিল্লা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ‘নির্বাচন কমিশন হয়ে গেছে, রেফারি নিযুক্ত হয়ে গেছে। জার্সি পরে আসেন, আপনার জার্সি ধানের শীষ আর আমার জার্সি নৌকা মার্কা। তিনি খালেদা জিয়াকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার এবং মাঠে থাকার আহ্বান জানান।’

নাসিম বলেন, ‘২০১৯ সালে শেখ হাসিনার অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে, অন্য কোন ভাবে নয়।’

রোববার (২৬ ফেব্রুয়ারি) কুমিল্লার নব গঠিত লালমাই উপজেলার বাগমারায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের আদালত নয়, কানাডার আদালত বলেছে বিএনপি সন্ত্রাসী দল। বিদেশীরা যখন বিএনপিকে সন্ত্রাসী দল বলে, তখন আমাদের লজ্জা লাগে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা।

এসময় স্বাস্থ্যমন্ত্রী উপজেলার বাগমারায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৩১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম