সুন্দরবনে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

  • সাতক্ষীরা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০১৭, ১২:৩০ পিএম

সাতক্ষীরা: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে জেলেরা নদীতে ব্যবহার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় জব্দ করেছেন কৈখালী কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনে কালিঞ্চী নদী থেকে জাল জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়।

তবে, জেলেরা দ্রুত সুন্দরবনে পালিয়ে যায়। কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার শাফিকুর রহমান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেয়ার সময় জেলে বহরে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ টাকা ৩ হাজার মিটার নিষিদ্ধ চর ঘেরা জাল জব্দ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর