মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০১৭, ০৩:৫৭ পিএম

মুন্সীগঞ্জ: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক রোববার (৫ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক মুন্সীগঞ্জের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সায়লা ফারজানা, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ, সুরাইয়া জাহান, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার ও প্রোগ্রাম অফিসার আলেয়া ফেরদৌসী।

আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নাছিমা আক্তার, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, মুন্সীগঞ্জ, অ্যাডভোকেট শিল্পী আক্তার, সাধারণ সম্পাদক, জেলা মহিলা আওয়ামী লীগ, নার্গিস আক্তার, মহিলা কমিশনার, মুন্সীগঞ্জ পৌরসভা, জাতীয় মহিলা সংস্থার সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবী  সংগঠনের নেত্রী ও সদস্যবৃন্দ। মানববন্ধনে জেলা  প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয় উপস্থিত সকলের প্রতি আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে বাল্য বিবাহ বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বাল্য বিবাহ বন্ধ করার বিষয়ে সর্বদা সচেষ্ট থাকার অঙ্গীকার করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর