যশোরে এসএমই পণ্যমেলা শুরু

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০১৭, ০৭:০৯ পিএম

যশোর: যশোরে শুরু হয়েছে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে শহরের টাউন হল মাঠে অনুষ্ঠিত মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বেশিরভাগ শিক্ষিত যুবক চাকরির আশায় ছুটছে। তাদের উদ্যোক্তা হতে আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিতরা উদ্যোক্তা হলে নিজেরা যেমন প্রতিষ্ঠিত হতে পারবে, তেমন দেশ এগিয়ে যাবে, বাস্তবায়ন সহজ হবে প্রধানমন্ত্রীর ভিশন ২০২১।

মেলায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভুইয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, নাসিক যশোরের সভাপতি সাকের আলী। স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, যশোর বিসিকের ডিজিএম লুৎফর রহমান, অ্যাসিসটেন্ট ডিজিএম সাইফুর রহমান, যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন, জেলা অফিসের তথ্য অফিসার জাহারুল ইসলাম, সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান প্রমুখ।

উদ্বোধনী আলোচনা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। আয়োজকরা জানান, খুলনা বিভাগের ৫৪টি এসএমই প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। অন্যান্য স্থান থেকে নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছে আরও ৮টি প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের নিজস্ব উৎপাদিত চামড়াজাত সামগ্রী, পাটপণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়ারসহ স্বদেশি পণ্যসমূহ স্থান পেয়েছে বলে জানানো হয়।

এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ব্যাপক প্রচার, প্রসারে মেলা জমে উঠবে বলে মনে করেন মেলা আয়োজক কমিটি। গত বছরের আয়োজনের পর ইতিবাচক ফলাফল দেখতে পেয়ে এসএমই ফাউন্ডেশন এ বছরও দেশের ৮টি জেলায় এই মেলার আয়োজন করছে।

সপ্তাহব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জমজমাট আয়োজনের এই এসএমই মেলায় রাখা হচ্ছে না প্রবেশমূল্য। ফলে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ উপস্থিতি থাকবে বলে মনে করছে কমিটি।

জুরি বোর্ড কর্তৃক মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ স্টলসমূহকে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম