ঠাকুরগাঁওয়ে বিশ্ব পানি দিবস পালিত

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০১৭, ০৪:৫২ পিএম

ঠাকুরগাঁও: “নদ-নদী, খাল-বিলে দূষণ চলে যদি; জনগণের দুঃখ তাতে বাড়বে নিরবধি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

বুধবার (২২মার্চ ) জেলা প্রশাসন চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায়ই গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলামের সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দ্রোপদী দেবী আগরওয়ালা, সাবেক জেলা ক্রীড়া অফিসার ড. আবু মো. মহিউদ্দীন, পৌর পানি সরবরাহ শাখার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলার  সরকারি কর্মচারী, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম