সিলেটে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০১৭, ০৯:০৮ এএম

সিলেট: নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সামনে পৃথক বিস্ফোরণে ঘটনাস্থলে দুজনের মৃত্যুর পর হাসপাতালে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। রাত ২টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ৬ জন।

সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছেন সিলেটের জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম। রাত সোয়া ২টার দিকে ওসমানী হাসপাতালের কর্ত্যব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে বোমা হামলায় আহত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিমের মৃত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শিববাড়ির ‘আতিয়া মহল’-এর জঙ্গি আস্তানায় অদূরে অবস্থিত। ঘটনাস্থলে নিহত হন ২ জন এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরো দুজনের মৃত্যু হয়।

এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, কলেজছাত্র ও ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপু ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮)। নিহত অপরজনের বয়স আনুমানিক ৩৫ বছর।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই