শহীদ মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

  • মাগুরা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০১৭, ০৪:৩৩ পিএম

মাগুরা: মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নাইট গার্ড ইয়ারুল ইসলামকে গতরাতে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়ারুল ইসলাম ওই গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমানের ছেলে। এ ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত ইয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই গ্রামের মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের নাইট গার্ডের দায়িত্ব পালন করে আসছিল। গতরাতে কোন এক সময় দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করে ফেলে রেখে যায়। সকালে আশপাশের লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে এলাকাবাসী।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, লাশ ময়না তদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর