বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধে কর্মশালা

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০৫:৪৬ পিএম

পাবনা: পাবনায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি বেড়ে যাওয়ায় এসব বন্ধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাল্যবিয়ে, যৌন হয়রানি ও সাইবার পুলিং প্রতিরোধে কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও সাইবার পুলিং প্রতিরোধে কর্মশালা শেষে এ কমিটি গঠন করা হয়।

স্কুল ব্যবস্থাপনা কমিটির উপদেষ্ঠা মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব  ( মেজনিন) প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল গনি, প্রভাষক মো. নান্নু মিয়া, দোগাছী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মো. বেলাল হোসেন, সাব ইন্সপেক্টর মো. মমিনুর রহমান ও সাংবাদিক মো. শফিক আল কামাল।

এসময় বক্তারা বিভিন্ন এলাকায় যৌন হয়রানি ও বাল্যবিয়ের প্রবনতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

কর্মশালা শেষে মো. বেলাল হোসেনকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বাল্যবিয়ে, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে ব্র্যাকের মেজনিন প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম