কুসিক নির্বাচনে এগিয়ে বিএনপি

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০৮:১২ পিএম

কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

জাল ভোট, কেন্দ্র দখল, বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ এসেছে বিএনপির পক্ষ থেকে। অনিয়মের অভিযোগে দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

কুসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও আওয়ামী লীগ মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

মোট ১০৩ কেন্দ্র : প্রাপ্ত ফলাফল ৬১ 

আওয়ামী লীগ সমর্থীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার ভোট : ৩১১৫১

বিএনপির সমর্থীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর ভোট : ৪১২৩০(চলবে)

উল্লেখ্য, কুমিল্লা সিটিতে এবার মোট ভোটার রয়েছেন দুই লাখ ৭ হাজার ৫৬৬ জন। মেয়র পদের জন্য চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোনালীনিউজডটকম/ঢাকা/এমআর