চট্টগ্রামে মহসিন হত্যার রহস্য উদঘাটন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৬, ০৭:১৬ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে মাথা ও হাত-পাবিহীন লাশের তদন্ত করতে গিয়ে লাইটার জাহাজের মাস্টার মহসিন হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে,  নগরীর হালিশহর থানা এলাকা থেকে মহসিন নামে এক লাইটার জাহাজের মাস্টারকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। পরে মোটা অংকের মুক্তিপণ চেয়ে না পেয়ে মহসিনকে হত্যা করে। কিন্তু মহসিনকে হত্যার বিষয়টি পুলিশ কিংবা তার স্বজনরা জানতেন না।

গত ১৮ জানুয়ারি বন্দর থানার সল্টগোলা এলাকার একটি স্কুলের পাশ থেকে বস্তাবন্দি হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মাথা না থাকায় তখন লাশটি কার তা শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ আরিফ নামে একজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আরিফ জানান, এই লাশটি অপহৃত লাইটার জাহাজের মাস্টার মহসিনের। তারা মহসিনকে অপহরণের পর হত্যা করেছে।

চাঞ্চল্যকর এই ঘটনার বিস্তারিত বিবরণ জানাতে আজ শনিবার বিকেলে নগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা গোয়েন্দা পুলিশের। সেখানে হাজির করা হবে গ্রেফতারকৃত আরিফকে।

এ ব্যাপারে সিএমপি পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত জাবেদ মাহমুদ জানান, অজ্ঞাত লাশের তদন্তের সূত্র ধরে আরিফকে শুক্রবার গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে মহসিন হত্যাকাণ্ডের রহস্য।


সোনালীনিউজ/ঢাকা/মে