নিরীক্ষা ও হিসাব নিয়ন্ত্রক দুলাল গ্রেপ্তার

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৭, ১২:৪৫ পিএম

ময়মনসিংহ: অবৈর্ধ সম্পদ অর্জনের অভিযোগে নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর রাতে জেলার ভালুকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক জানায়, অবৈর্ধ সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, ঢাকার নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা ও সাবেক জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিনকে জেলার ভালুকার গাজীপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ দুদকের সহকারী পরিচালক একেএম বজলুর রশীদ জানান, দুলাল উদ্দিনের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে এক কোটি ৭ লক্ষ ৭৯ হাজার টাকা। এর মধ্যে দুদক ৭৮ লাখ ৮১ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদের হিসাব পায়। যা তদন্তে প্রমানিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তি যোগ্য অপরাধ। যার অভিযোগে গত ৩১ জানুয়ারী ২০১৭ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করে।

সোনালীনিউজ/ঢাকা/আকন