চট্টগ্রাম ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে আসামি করে ২ মামলা

  • নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৭, ০৩:৫৫ পিএম

চট্টগ্রাম: পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে আসামি করে দুটি মামলা হয়েছে।

এক মামলায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্য আরেকটি মামলায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন জানান, রাতেই মামলা দুটি করা হয়। পুলিশের ওপর হামলা মামলায় এসআই মহিউদ্দীন এবং সুইমিংপুল এলাকায় ভাঙচুরের অভিযোগে সুইমিংপুল প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম স্বপন মামলা করেন।

মঙ্গলবার নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ কার্যক্রমে বাধা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-পুলিশের মধ্য সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ আহত হয় ১০ জন। এ সময় ছাত্রলীগের কর্মীরা অসংখ্য গাড়ি ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোঁড়লে তারা পিছু হটে।


সোনালীনিউজ/ঢাকা/আকন