আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিন ইউনিটে উৎপাদন বন্ধ

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৭, ১০:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া: গ্রীড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিকট শব্দে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে ৫’শ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ হ্রাস পেয়েছে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহআলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে প্রচন্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এসময় হঠাৎ করে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে বিকট শব্দে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উৎপাদন তাৎক্ষনিকভাবে বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করে বন্ধ হওয়া ইউনিটগুলো চালু করার চেষ্ট করছেন। রাতের যেকোন সময়ের মধ্যেই তিনটি ইউনিটে উৎপাদন শুরু হবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম