কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৭, ১১:১৬ এএম
কালবৈশাখী ঝড়ে পিরোজপুরের এই বিদ্যালয়টির টিন উড়িয়ে নিয়ে গেছে ঝড়

পিরোজপুর: শনিবার রাতের কালবৈশাখী ঝড়ে পিরোজপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এছাড়া উপড়ে পড়েছে অনেক গাছপালা। রাত থেকেই বন্ধ রয়েছে অধিকাংশ এলাকার বিদ্যুত সংযোগ।

ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, শনিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী স্থায়ী এ ঝড় ও বৃষ্টিতে কলাগাছ এবং ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়।

ঝড়ে উড়ে গেছে সদর উপজেলার শংকরপাশা জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের টিলেন চালা। এতে বিদ্যালয়রে প্রধান শিক্ষকের কক্ষে ও অফিস কক্ষে থাকা বিদ্যালয়ের গুরুত্বপূণ কাগজপত্র নষ্ট হয়ে গেছে।

এদিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিদ্যুৎ লাইনের উপর থেকে গাছপালা অপসারণ করছেন বিদুৎ বিভাগের লোকজন। তবে কি পরিমান ফসলের ক্ষতি হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই বলতে পারেনি কৃষি কর্মকর্তারা।

বিষয়টি বিবেচন করে বিদ্যালয়টি জরুরী ভিত্তিতে মেরামতের জন্য প্রশাসনে কাজে জানিয়েছেন বলে আরো জানান প্রধান শিক্ষক সুলতানা নাসরীন।


সোনালীনিউজ/ঢাকা/আকন