পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না স্বর্ণ’র

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০৭:০৭ পিএম
প্রতীকী ছবি

চট্টগ্রাম: ড্রয়িং পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী স্বর্ণ বালা (৯)। কিন্তু ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিল। বাড়ি ফেরার পথে ট্রাকটি ধাক্কা দিলে গুরুত্ব আহত হয় সে। পরে হাসপাতালে নেয়া হলে মারা যায় স্বর্ণ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্বর্ণ বালা পূর্ব মাদারবাড়ি এলাকার আলী সওদাগরের বাড়ির ভাড়াটিয়া পলাশ বালার মেয়ে এবং স্থানীয় সাউথ ইস্ট ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল হক জানান, স্কুল থেকে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক স্বর্ণকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মেয়েটি স্কুল থেকে ড্রয়িং পরীক্ষা দিয়ে ফিরছিল। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটি ভাঙচুর করে।

পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই শহীদুল।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম