ক্ষেতে পচছে তরমুজ-বাঙ্গি, কৃষকের চোখে জল

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০৭:৫৫ পিএম
টানা বর্ষণে বাঙ্গিতে পচন ধরেছে

নাটোর: জেলার গুরুদাসপুরে কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও অপরিকল্পিত অবৈধ পুকুর খননের কারণে তরমুজ-বাঙ্গি ক্ষেত ডুবে যাওয়ায় কৃষকের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শিধুলী, উদবাড়িয়া, চরকাদাহ,পাঁচশিষা, নারীবাড়ি, চলনালী, পোয়ালশুড়াসহ প্রায় ২০ গ্রামের মাঠে বৃষ্টির পানিতে তরমুজ-বাঙ্গি ভেসে আছে। বৃষ্টির কারণে জমিতে পানি আটকে থাকায় তরমুজ-বাঙ্গি পচন ধরেছে। গাছ লালচে হলুদ হয়ে মরে যাচ্ছে। অতিবৃষ্টি এখন কৃষকের গলায় কাটার মত বিধছে। কী করে মহাজনের টাকা পরিশোধ করবে সেই চিন্তায় দিশেহারা তারা।

শিধুলী গ্রামের নাজমুল নামে এক কৃষককে তার তরমুজ-বাঙ্গির ক্ষেতের এমন অবস্থা দেখে মাঠেই কাঁদতে দেখা গেছে।

কৃষক ফরহাদ আলী জানান, ভাল দাম পাওয়ার আশায় সাড়ে ৪ বিঘা জমিতে তরমুজ-বাঙ্গির আবাদ করেছি। অতি বৃষ্টির কারণে সব পচে নষ্ট হয়ে গেছে। এখন মহাজনের টাকা কীভাবে পরিশোধ করবো।

চলনালী গ্রামের কৃষক আসাদ বলেন, গত বছর দুই বিঘা জমিতে এক লাখ টাকার বাঙ্গি-তরমুজ বিক্রি করেছিলাম। এবার টানা বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। খরচের টাকা উঠানোই অসম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্ত মো. আব্দুল করিম জানান, অতি বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে। তবে যত্রতত্র পুকুর খননও এর জন্য কিছুটা দায়ী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম