৪৫ বছর পর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৫:৩০ পিএম

ফরিদপুর: জেলার মধুখালী উপজেলায় ৪৫ বছর পর গত ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। উপজেলায় ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৪২৫ জন, অনলাইনে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার আবেদন করেছেন আরও ৫২৬ জন।

জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল ফয়েজ শাহনেওয়াজ, জেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, জেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন আলী, মধুখালী উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. খুরশিদ আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব ও সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার যাচাই বাছাইতে উপস্থিত ছিলেন।

৩ দফায় প্রায় ২ মাসব্যাপী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শেষ চলে। অনেকেই অন লাইনে আবেদন করেও যাচাই-বাছাই বোর্ডের সামনে হাজির হন নাই। এ যাচাই-বাছাইতে গেজেটভুক্ত ১৫ জন মুক্তিযোদ্ধা বা তাঁদের কোনো প্রতিনিধি বোর্ডের সামনে হাজির না হওয়ায় তাদের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছেন যাচাই-বাছাই বোর্ড।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর