মেহেরপুর পৌরসভায় পুনঃভোটের দাবি বিএনপির

  • মেহেরপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৫:৫০ পিএম

মেহেরপুর: মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত দুটি ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে, পুনরায় ভোট গ্রহণ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে জেলা বিএনপি।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষে বক্তব্য তুলে ধরেন জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুন।

লিখিত বক্তব্যে মাসুদ অরুন সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ছিনতাই করা ব্যালটে কোন প্রার্থীর পক্ষে সিল দেয়া হয়েছে তা বের করা এবং জড়িতদের গ্রেপ্তার করা। রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। মেহেরপুর পৌর এলাকার মধ্যে বৈধ অস্ত্র নির্বাচনকালীন সময় পর্যন্ত জমা নেয়া। নির্বাচনের ৪৮ ঘণ্টা পূর্ব হতে নির্বাচনের সময় পর্যন্ত বহিরাগতদের প্রবেশ ঠেকানো। ওই দুটি কেন্দ্রের সকল ভোটাররা যাতে নিবিঘ্নে কেন্দ্রে যেতে পারে তার সুব্যবস্থা। নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রে যাওয়া-আসার পথে সন্ত্রাসী মুক্ত রাখা।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।

ওই দুটি কেন্দ্রের ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনসহ ভোট সংশ্লিষ্ঠদের সহযোগিতা কামনা করেন, বিএনপির মেয়র প্রার্থী পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট ছিনিয়ে নিয়ে তাতে সিল মেরে বাক্স ভরাটের অভিযোগে মেহেরপুর উচ্চ বালক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার। বাকি ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রার্থীর চেয়ে ১হাজার ৩৬৮ ভোটে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম