আগুনে ৬ দোকান ছাই, ক্ষতি দুই কোটি

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০১৭, ০৫:২৭ পিএম
ফাইল ফটো

নোয়াখালী: জেলা শহর মাইজদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৪ মে) ভোর রাতে মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ডের নিশাত প্লাজা সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবায়ীদের।

স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কিন্তু পানির অভাবে নিয়ন্ত্রণে না আনতে পারায় আগুন আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে চৌমুহনী ও কোম্পানীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসেরর আরো দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৬টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো- সন্ধানী বুক অ্যান্ড পেপার হাউস, রসমেলা, ভৌমিক মেডিকেল হল, হায়দার ইলেট্রিক ও গাড়ির যন্ত্রাংশ (অটোমোবাইল)।

খবর পেয়ে নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন।

নোয়াখালী ফায়ার সার্ভিসের (দমকল বাহিনী) সহকারী পরিচালক হুমায়ুন কবির অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চত করে বলেন, শুষ্ক মৌসুমের কারণে আশপাশে কোনো পানির ব্যবস্থা না থানায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম