১৩ মাস কারাভোগের পর তিন ভারতীয় নাগরিককে হস্তান্তর

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০১৭, ১১:১১ এএম

দিনাজপুর: কারাভোগের পর তিন ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ ১৩ মাস তারা দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলো। মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশ।

এরা হলেন, ভারতের মালদা জেলার বামনগোলা থানার মাদীপুকুর গ্রামের নেপাল মাহাতোর স্ত্রী সীমা মাহাতো, তার শিশু ছেলে সুব্রত মাহাতো এবং শাশুড়ী পূর্ণিমা মাহাতো।

হিলি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, গত বছরের ৩১ মার্চ আটকরা অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবি তাদের আটক করে মামলা দেয়। পরে আদালত শিশু সুব্রতকে তার মায়ের সাথে থাকার নির্দেশ দিয়ে তাদের দুইজনকে সাজা দেয়। আইনী প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৩ মাস পর অবশেষে ভারতে ফিরে গেল তারা।


সোনালীনিউজ/ঢাকা/আকন