মাগুরায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

  • মাগুরা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০১৭, ০৩:৩৯ পিএম

মাগুরা: জেলায় তিনটি পৃথক ঘটনায় নারীসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) রাতে পৃথক এ তিনটি মৃত্যুর ঘটনা ঘটে।

মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ব্রাদার খায়রুল ইসলাম জানান, ঝড়ে গাছ চাপা পড়ে আহত হয়ে বুধবার রাত ১০টায় অতিয়ার রহমান (৩০) নামে এক যুবক মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

একই সময় বজ্রপাতে আক্রান্ত ফুলরী বেগম (৫৫) নামে এক নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

গাছ চাপায় নিহত অতিয়ার সদরের ঘোড়ানাছ গ্রামের আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে বজ্রপাতে নিহত ফুলরী বেগম সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বাবর আলীর স্ত্রী।

এদিকে বুধবার সন্ধ্যায় শালিখা উপজেলার শরুশুনা গ্রামে মাঠ থেকে বাড়ি ফেরার সময় রবিউল ইসলাম (৫৫) নামে এক কৃষক মৌমাছির আক্রমনের শিকার হন। এ সময় শতাধিক মৌমাছির কামড়ে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শালিখা হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


সোনালীনিউজ/ঢাকা/আকন