শ্রেণীকক্ষটি শিক্ষার্থীদের কাছে আতঙ্ক

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০১৭, ১০:০৩ পিএম

ঝালকাঠি: নলছিটি উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তরা খসে পড়ে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ওই ছাত্রের নাম সাকিব হোসেন (১৩)। সে কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে ও পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে ইসলাম শিক্ষার ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে। এতে শ্রেণীকক্ষের অন্য শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে। আহত ওই ছাত্রকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জুবায়ের খান বলেন, ‘ক্লাস চলাকালীন সময়ে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তরা ঘসে সাকিব হাওলাদারের মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেএ