প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: একজনের যাবজ্জীবন

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০১৭, ০৪:৪৭ পিএম

পিরোজপুর: নাজিরপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে লাহু মোল্লা নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। লাহু মোল্লা (৪০) নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামের ছলেমান মোল্লার পুত্র।

আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। আদালত সাজাপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
 
বাদীপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান জানান, ২০০৯ সালের ১১ এপ্রিল বিকেলে ১৪ বছর বয়সের ওই কিশোরীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী লাহু মোল্লা। নির্যাতনের শিকার মেয়েটি বাড়িতে ফিরে তার মায়ের কাছে ধর্ষণের বিষয়টি খুলে বলে।

মেয়েটির বাবা বাদী হয়ে ওই বছরের ১৯ এপ্রিল নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাহু মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ