গোপালগঞ্জে মহাজন হত্যা

৫ জনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন

  • গোপালগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৩:৫৭ পিএম

গোপালগঞ্জ: এক গ্রাম্য মহাজনকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৫ মে) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ আদেশ দেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে তিনজন পলাতক। এছাড়া তিনজনের ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এর মধ্যে দুইজন পলাতক।

১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনকে দশ হাজার টাকা করে জরিমানা অথবা আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালতের এপিপি শহীদুজ্জামান পিকু জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, ১৯৯৯ সালের ১০ অক্টোবর কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মহাজন সিরাজুল হক ছিরু মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন দুপুরে জুমার নামাজ পড়ে ছিরু মোল্লা নৌকায় বাড়ি ফিরছিলেন। ঘটনার পরদিন ছিরুর স্ত্রী আমেনা বেগম ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ