সালিশ বৈঠকে হামলা, চেয়ারম্যানসহ আহত ১০

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০১৭, ১০:০৭ এএম

সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ মে) বিকেল ৪টায় বেলকুচি উপজেলার তামাই কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রুবেল, বাবু, সবুজ ও হাবিবুর রহমানকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তামাই কাজিপাড়া গ্রামের তাঁত ব্যবসায়ী আব্দুল্লার সাথে প্রতিবেশী শাহীন তোতা ও মান্নানের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ্য জমির সমাধানে শনিবার বিকেলে জমি মাপা নিয়ে বৈঠক চলছিলো। বৈঠকে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে শাহীন গ্রুপের পক্ষে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।

এতে আব্দুল্লাহর পক্ষে উপস্থিত রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ অন্তত ১০জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেননি।


সোনালীনিউজ/ঢাকা/আকন