ঘূর্ণিঝড় মোরা’র কক্সবাজার-চট্রগ্রাম উপকূল অতিক্রম

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০১৭, ১০:৪০ এএম

কক্সবাজার: বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা আজ মঙ্গলবার (৩০ মে) সকাল ছয়টার দিক থেকে কুতুবদিয়া হয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়।

প্রবল ঘূর্ণিঝড় ’মোরা’ এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অব্যাহত রয়েছে।

ঝড়ের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি অনেক জায়গায় গাছপালা ভেঙে রাস্তায় পড়ে যোগাযোগ বন্ধ হয়েগেছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আহম্মদ বলেন, এ ইউনিয়নে দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে।

তিনি আরো বলেন, আশপাশে যতদূর দেখেছি তাতে কমপক্ষে ৭০ ভাগ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে আমার মনে হচ্ছে। অগণিত সংখ্যক গাছপালা ভেঙে গেছে। আমার নিজের সেমিপাকা বাড়িটিরও আংশিক ভেঙে গেছে।

ভোর ৬টার দিকে ঘূর্ণিঝড়টি সেন্টমার্টিনে আঘাত হানে জানিয়ে তিনি সকাল ৮টায় বলেন, এখানে এখন প্রচণ্ড ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই