পাহাড় ধস

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেবে সরকার

  • বান্দরবান প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০১৭, ০৭:০৯ পিএম
বান্দরবানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বান্দরবান: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেবে সরকার।

তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যতদিন পর্যন্ত পুনর্বাসন করা না হয়, ততদিন পর্যন্ত সরকার প্রশাসনের মাধ্যমে ত্রাণ ও আর্থিক সাহায্য অব্যাহত রাখবে।

বুধবার (১৪ জুন) বান্দরবানের প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা, জেলা জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায়া প্রমুখ।

পরে পাহাড় ধসে নিহত প্রতি পরিবারকে ৩০ হাজার টাকার চেক, ৩ কেজি চাল দেয়া হয়। এছাড়াও আহতদের ৫ হাজার টাকা, বিনা খরচে চিকিৎসা সেবা ব্যবস্থা, পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের ২০ হাজার টাকা, ২০ কেজি চাউল বিতরণ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম