বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০১৭, ০৬:২৯ পিএম

ঝিনাইদহ: জেলার মহেশপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ জুন) ভোরে উপজেলার খোশালপুর সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় ঘোনার মাঠে এ ঘটনা ঘটে।  

নিহত যুবকরা হলো- খোশালপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. সোহেল (১৮) ও শ্যামকুড় গ্রামের কাওসার আলির ছেলে হারুন অর রশিদ (১৭)।

স্থানীয়রা জানায়, সোমবার (১৯ জুন) রাতে শূন্য রেখা পার হয়ে ওই দুই যুবক ভারতের অভ্যন্তরে ঢোকেন। এ সময় ভারতের নদীয়া জেলার কুমারি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তারা আরো জানায়, ওই যুবকদের লাশ কাঁটাতারের বেড়ার পাশে পড়ে ছিল।

নেপা ইউপির খোশালপুর ওয়ার্ডের মেম্বার প্রহ্লাদ হালদার জানান, মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টার দিকে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের খবর জানতে পারি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবির সদস্যরা।

বিজিবির ঝিনাইদহ ৫৮ ব্যাটলিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে, বৈঠকের পরই বিস্তারিত বলতে পারব।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম