এরশাদের খাটের নিচে বস্তাভর্তি ভ্যানিটি ব্যাগ

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২১, ২০১৭, ০৩:৫৩ পিএম

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার লাভলেইন এলাকার বাসিন্দা এরশাদ উল্লাহর (৩৩) বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ সময় তার খাটের নিচ থেকে বস্তাভর্তি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) এ অভিযানের সময় এরশাদকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৩ জুন পটিয়া উপজেলার চক্রশালা এলাকার মৃত ফজলুল করিমের মেয়ে শিরিন আক্তার (২৪)  ঈদের কেনাকাটা করতে নগরীর ব্যাটারি গলিতে বোনের বাসায় এসেছিলেন।

তার রিকশাটি জামালখান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দেয়। এতে শিরিন পড়ে গিয়ে গুরুতর আহত হন। ছয়দিন পর সোমবার (১৯ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শিরিন।

এরপর চকবাজার থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা আসামিদের ধরতে মাঠে নামেন। অভিযানের সময় এরশাদকে গ্রেপ্তার করা হয় এবং তার খাটের নিচ থেকে বস্তাভর্তি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এরশাদ ও তার এক সহযোগী দীর্ঘদিন ধরে মোটর সাইকেল নিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

সোনালীনিউজ/ঢাকা/জেএ