পাহাড়ধসে বাস্তুচ্যুতদের পাশে রোভার স্কাউট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০৪:৫০ পিএম

ঢাকা: গত কয়েকদিন পাহাড় ধসের ঘটনায় দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আনেকেই। পাহাড়ের কয়েক জেলায় জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাঙামাটিতে। রাঙামাটির সেই বাস্তুহারাদের পাশে দাঁড়িয়েছে রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউটের সদস্যরা।

রাঙামাটি পার্বত্য জেলা রোভারের সম্পাদক জনাব নুরুল আবসারের নেতৃত্বে রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউটরা রাঙ্গামাটি পার্বত্য জেলার দূর্যোগপূর্ণ পাহাড় ধস এলাকাসহ দুর্গম এলাকায় স্যানিটেশন ব্যবস্থা স্থাপন, বিশুদ্ধ পানি ও ঔষধ সরবরাহ করছে। এছাড়াও পাহাড়ধস ও বিভিন্ন রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

চলুন ছবিতে দেখি:

 

 

 

 

সোনালীনিউজ/ঢাকা/এআই