ময়মনসিংহ মেডিকেলে আগুন, পুড়ে গেছে আইসিইউ

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৭, ২০১৭, ০১:৪৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৫তলায় আইসিইউ ইউনিটে আগুন লেগে পুড়ে গেছে বেড, লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। এ সময় ওই ইউনিটে লাইফ সাপোর্টে থাকা বেশ কয়েকজন রোগিকে দ্রুত অন্য ইউনিটে সরিয়ে নেয়া হয়। আগুনের ধোয়ায় তাদের অবস্থার আরো অবনতি হয়েছে বলে রোগীর স্বজনরা জানান। আইসিইউ ইউনিটে আগুন লেগে ধোঁয়া বাইরে বেরিয়ে আসলে রোগীর স্বজনরা ছুটাছুটি করতে থাকতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আগুনে পুড়ে গেছে আইসিইউ ইউনিটের বেডসহ লাইফ সাপোর্টের সকল যন্ত্রাংশ। আতংকে নতুন ভবনের রোগী ও স্বজনরা হুড়োহুঁড়ি করে রাস্তায় নেমে আসে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।  

মচিমহা’র আইসিইউ ইউনিটের প্রধান প্রফেসর ডা. ফজলুল হক খান পাঠান জানান, সকাল হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অবস্থিত ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আকস্মীক ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এ সময় দ্রুত লাইফ সাপোর্টে থাকা ৬ রোগিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে লাইফ সাপোর্ট মেশিন ও এসি সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই