মানপাশা ব্রিজে ফাটল, ধসে পড়ার আশঙ্কা

  • মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০১৭, ১১:০৭ এএম

ঝালকাঠি: জেলার নলছিটি  উপজেলার কুশংগল ও সিদ্ধকাঠী ইউনিয়নের সংযোগস্থলে মানপাশা খালের ওপর নির্মিত পুরনো ব্রিজটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বর্তমানে ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

এছাড়া এ ব্রিজের ওপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন অসংখ্য মোটরসাইকেল, মাহেন্দ্রা, ইজিবাইক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। এলাকাবাসীরা বলেন, জরুরি ভিত্তিতে ব্রিজটি মেরামত অথবা পুনঃনির্মাণ না করা হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। দির্ঘদিন যাবত ব্রিজটির ভগ্নদশায় পড়ে রয়েছে। ব্রিজের পিলারের আস্তর ভেঙে রড বের হয়ে গেছে। যানাবহন চলাচল করলে ব্রিজ কাঁপতে থাকে। একাধিকবার ব্রিজটি নির্মাণের দাবি জানালেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এই জনগুরুত্বপূর্ণ ব্রিজটি শিঘ্রই পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এব্যপারে কুশংগল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন শিকদার বলেন, ব্রিজটি নির্মাণ কাজের ইস্টিমিট করা হয়েছে। নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা। খুব শিগগির ব্রিজটির টেন্ডার হবে বলে জানিয়েছেন তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন