হাতিয়ায় ‍‍‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র‍‍’র যাত্রা শুরু

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০১৭, ১০:৪১ পিএম

নোয়াখালী: এবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী ভাঙ্গন এলাকায় যাত্রা শুরু হলো গরীব-মেধাবী শিশুদের পড়ালেখার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’র।  

রোববার (১৬ জুলাই) আজ উপজেলার পূর্ব বিরবিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বিরবিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান বলেন, আমরা পিছিয়ে পড়া হত দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে রাজধানীতে এই সংগঠটির যাত্রা শুরু করেছিলাম। প্রায় শতাধিক স্কুলকে আমরা নির্বাচন করে কাজ করে আসছি। এতে দরিদ্র পরিবারের সন্তানেরা কিছুটা হলেও উপকৃত হচ্ছে। রাজধানীতে সীমাবদ্ধ না থেকে এবার নদী ভাঙ্গন এলাকা হাতিয়ায় তিনটি স্কুল নির্ধারণ করেছি।  

শিশু শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা মনযোগ দিয়ে পড়ালেখা করবে। তোমাদের বিনামূল্যে প্রাইভেট পড়ানোসহ প্রয়োজনীয় সামগ্রী আমরা বিতরণ করব।  

এসময় স্কুলের শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও টিফিন তুলে দেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান।

এখন থেকে ওই তিনটি স্কুলে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রাইভেট পড়ানো এবং পড়ালেখার সামগ্রী বিতরণ করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম