মেহেরপুরে অস্ত্রসহ যুবক আটক

  • মেহেরপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ০১:৩৩ পিএম

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে একটি ওয়ান শ্যুটারগানসহ আব্দুল্লাহ (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল (ডিবি)। শনিবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালায় ডিবি। আটক আব্দুল্লাহ বাঁশবাড়ীযা গ্রামের ফিত্তাস মন্ডলের ছেলে। অবৈধ অস্ত্র আব্দুল্লাহর কাছে কেন ছিল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) শাহিনুজ্জামান জানান, আব্দুল্লাহ একজন অবৈধ অস্ত্রধারী ব্যক্তি বলে সংবাদ পায় ডিবি। কয়েকদিন ধরে তার বিষয়ে খোঁজ-খবর নিয়ে অস্ত্রের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এক পর্যায়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটারগানসহ আব্দুল্লাহকে আটক করতে সক্ষম হয় ডিবি’র অভিযান দলটি। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় প্রেরণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহর সঙ্গে জেলা পুলিশের অনেকের সুসম্পর্ক ছিল। এক পুলিশ কর্মকর্তার সোর্স হিসেবে সে পরিচিতি পেয়েছিল। পুলিশের নাম ভাঙ্গিয়ে সে এলাকায় প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর