চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

  • চবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ০৪:১৩ পিএম

চবি: পূর্ব শত্রুতার জের ধরে ও হলের সিট দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ২০১৫-১৬ সেশনের ফয়সাল, ২০১৩-১৪ সেশনের ঈমান ও ২০১৪-১৫ সেশনের সবুজ। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ও বিজয় গ্রুপের কর্মী। আহত ফয়সাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী। বাকি দু’জন ছাত্রলীগ নেতা আবু সাঈদের অনুসারী।

তারা উভয়ই নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিনের অনুসারী।

জানা যায়, রাতের ট্রেন ক্যাম্পাসে আসার পর থেকেই সোহরাওয়ার্দী হলে উত্তেজনা চলছিল। পরে কথা কাটাকাটির সূত্র ধরে পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে তিনজন আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পুলিশ সূত্র জানায়, পূর্ব শত্রুতা ও হলের সিট দখলের জের ধরেই এই ঘটনা ঘটে। এ সময় সোহরাওয়ার্দী হলের বেশ কয়েকটি কক্ষের জানালা ভাঙচুর করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর