বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী ঈদগাঁওয়ের শত শত মানুষ

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ১১:০৭ এএম

ঢাকা: টানা কয়েক দিনের প্রবল বৃষ্টির পানিতে কক্সবাজার সদরের পোকখালীতে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে শত শত লোকজন পানিবন্দী জীবন যাপন করছে। ভেঙে ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট। ঈদগাঁও নদীর মৌলভী নাছিরের বাড়ির পার্শ্বের প্রায় ৩শ মিটার বেড়ীবাঁধ ভেঙে যাওয়ায়, ও এলাকায় ঝুঁকি নিয়ে আতঙ্কে জীবন যাপন করছেন শত শত মানুষ। এক দিকে বৃষ্টির পানিতে ঈদগাঁও বাজার সয়লাব হয়েছে; অন্যদিকে ঈদগাঁও-বাঁশঘাটা পারাপার ব্রীজটি ভেঙে গেছে প্রায় বছর খানেক আগে। বর্তমানে সেখানে কাঠের তৈরি ঝুলন্ত ব্রীজ দিয়ে বৃহত্তর এলাকাবাসী পারাপার করছেন। দীর্ঘদিন পরেও ব্রীজটি নির্মিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। 

স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল ঈদগাঁওতে এক অনুষ্ঠানে শিগগিরই ব্রীজের কাজ শুরুর ঘোষণা দিলেও এখন পর্যন্ত এর কোন খবর নেই। এর পার্শ্ববর্তী একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখস্থ প্রধান সড়ক ক্রমশ ভেঙে যাচ্ছে। ঈদগাঁও নদীর প্রবল স্রোতে সড়কের এ ঝুঁকিপূর্ণ অবস্থানে বাঁশঘাটা ও হরিপুরবাসী বন্যার আতঙ্কে রয়েছেন। 

এদিকে সোমবার কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি টীম বেড়ীবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন। এদের মধ্যে ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম রহিম উল্লাহ, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। টীমের সদস্যরা জালালাবাদ রাবারড্যাম এলাকায় নির্মানাধীন বেড়ীবাঁধ ও ঈদগাঁও-ফরাজী পাড়া সড়কের লরাবাকের ভাঙ্গন এলাকা পরিদর্শন এবং পোকখালী ৩নং ওয়ার্ডের ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ এলাকা পরিদর্শন করেন। এ ওয়ার্ডে স্থানীয় মেম্বার মো. শাহজাহান ত্রাণ বিতরণ করেন। পরিদর্শনকালে জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদসহ এলাকার অন্য জনপ্রতিনিধি এবং সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই