বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

  • বাগেরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩১, ২০১৭, ১০:৫০ এএম

বাগেরহাট: ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার (৩০ জুলাই) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, সম্প্রতি বাগেরহাট-মাওয়া মহাসড়কে ঢাকাগামী পরিবহনে ডাকাতি বেড়ে গেছে। ডাকাতি প্রতিরোধে রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব। দু’টি মোটরসাইকেলে করে ৬ জন সন্ত্রাসী ঘটনাস্থলে এলে র‌্যাব তাদের চ্যালেঞ্জ করে।
একপর্যায়ে র‌্যাবের ওপর গুলি চালায় তারা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজন রাস্তায় পড়ে যায়। তাকে উদ্ধার করে মংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব নিহত ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ হাজার ১১৪ টাকা উদ্ধার করে। পরে সন্ত্রসীদের ফেলে যাওয়া তিনটি পিস্তল ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এনায়েত হোসেন মান্নান ও নজরুল ইসলাম নামে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।


সোনালীনিউজ/ঢাকা/আকন