চাঁদা আদায়কালে উপজাতীয় চাঁদাবাজ আটক

  • খাগড়াছড়ি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৭:৩৬ পিএম

ঢাকা: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় চাঁদা আদায়কালে এক উপজাতীয় চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই, চাঁদার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, আটককৃত ব্যক্তি মহালছড়ি জোনের আওতাধীন গুরগুজ্জ্যাছড়ি পাড়ার বাসিন্দা বিনতারঞ্জন চাকমার ছেলে এলোন চাকমা (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নিজেকে ইউপিডিএফ-এর সাথে জড়িত বলে স্বীকার করেছে।

সূত্র আরও জানায়, বুধবার বিকাল ৪ টার দিকে এলোন চাকমা একটি গরু বোঝায় ট্রাক থেকে চাদাবাজি করছিল। গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা এলোন চাকমাকে আটক করে। তার দেহ তল্লাশী করে নগদ ৭০০টাকা, চাঁদা আদায়ের তিনটি রশিদ বই, চাঁদার তালিকা, ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ