ব্রিজের ধসে যাওয়া অংশ মেরামত করলো সেচ্ছাসেবীরা

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৭, ১০:৫২ এএম

ঠাকুরগাঁও: জেলায় একটি ব্রিজের ধসে যাওয়া অংশ মেরামত করল জেলার দক্ষিণ সালন্দরের যুব কল্যাণ পরিষদ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন।

জানা যায়, বন্যায় ঠাকুরগাঁও সদর উপজেলা দক্ষিণ সালন্দর মুন্সীপাড়া এলাকায় অবস্থিত বেইলি ব্রিজটির একপাশের মাটি ধসে পড়ে যায়। এর কারণে সেই ব্রিজটি  যানবাহন চলাচল করার অনুপযোগী হয়ে ওঠে। যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলা দক্ষিণ সালন্দর মুন্সীপাড়া এলাকার বেইলি ব্রিজটির ধসে যাওয়া অংশটি ওই এলাকার সেচ্ছাসেবী সংগঠন যুব কল্যাণ পরিষদের সদস্যরা তাদের নিজ উদ্যোগে মেরামত করে।

যুব কল্যাণ পরিষদের সদস্যরা বস্তায় মাটি ভরে ব্রিজটির ধসে যাওয়া অংশটি ভরাট করে ব্রিজটির ওপর দিয়ে যানবাহন চলার উপযোগী করে তোলে।

এ সময় সেচ্ছাসেবী সংগঠন যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল হালিম জানান, আমরা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত। বন্যায় মুন্সীপাড়া এলাকার এই বেইলি ব্রিজটির এক পাশের মাটি ধসে পড়ে। মানুষের চলাফেরা ও যানবাহন চলাচলের জন্য ব্রিজটি অনুপযোগী হয়ে উঠেছে। তাই আমরা আমাদের সংগঠনের নিজ উদ্যোগে এই ব্রিজটি মেরামত করছি।

সেচ্ছাসেবী সংগঠন যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. জাকির হোসেন মানিক জানায়, আমরা সমাজসেবায় নিয়োজিত। আমরা মানুষদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকি। এবার বন্যায় মুন্সীপাড়া এলাকার এই ব্রিজটির একপাশে মাটি ধসে পড়ে। ব্রিজটি দিয়ে মানুষের চলাফেরা ও যানবাহন চলাচল করতে অসুবিধা হচ্ছে। তাই আমরা আমদের সংঠনের সকল সদস্যরা মিলে উদ্যোগ নিয়ে এই ধসে যাওয়া অংশটি ভরাট করছি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর