এবার মানিকগঞ্জে ২০ রোহিঙ্গা আটক

  • মানিকগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৫:০৯ পিএম

মানিকগঞ্জ: এবার মানিকগঞ্জ থেকে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিংগাইর উপজেলার ধল্লা ও চারিগ্রাম থেকে তাদের আটক করা হয়।

রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা বিশেষ শাখার এসআই আব্দুল বাতেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, আটক রোঙ্গিাদের বর্তমানে সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানায়, তারা আরাকান রাজ্যের মংডু জেলার মণ্ডুকাদেরবিল গ্রামের বাসিন্দা।

রোহিঙ্গাদের আশ্রয়দাতা মাওলানা মো. তাজুল ইসলাম বলেন, চারিগ্রাম বাজারের গামের্ন্ট ব্যবসায়ী জাইল্যা গ্রামের আলমগীর আমাকে উপজেলার ধল্লা ইউনিয়নে কয়েকটি রোহিঙ্গা পরিবার এসেছে বলে জানায়। সেখান থেকে একটি পরিবারকে আমার বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ৯ সদস্যের ওই পরিবারটি আমার বাড়িতে চলে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, জেলা পুলিশের উদ্যোগে তাদেরকে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম