ছেলের দায়ের কোপে সৎ মা খুন

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৭, ০৫:৫৪ পিএম
প্রতীকী ছবি

ময়মনসিংহ: জেলার গৌরীপুরের মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে খুন হয়েছেন সৎ মা হালিমা খাতুন (৪৮)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আহত হালিমা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে টঙ্গী চেরাগ আলী নামক স্থানে পৌঁছালে মারা যান তিনি।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার সৈয়দ আলী মুন্সির দ্বিতীয় স্ত্রী হালিমা খাতুনের সঙ্গে প্রথম পক্ষের মানসিক ভারসাম্যহীন ছেলে এনায়েত উল্লাহ মুন্সি পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হালিমা খাতুনকে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে।

তাৎক্ষণিকভাবে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক হালিমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে ঘটনার দিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গাজীপুরের চেরাগ আলী পৌঁছালে মারা যান হালিমা।

সৈয়দ আলী মুন্সীও হালিমা খাতুনের দ্বিতীয় স্বামী। এ ঘরে তার কোনো সন্তানাদি হয়নি। সৈয়দ আলী মুন্সীর প্রথম স্ত্রীর ৫ ছেলের ৩ জনই মানসিক ভারসাম্যহীন। এদিকে সৎ মা হালিমাকে খুন করার দায়ে এলাকাবাসী ঘটনার পরপরই এনায়েত উল্লাহ মুন্সিকে  আটক করে পুলিশে সোর্পদ করে।

গৌরীপুর থানার তদন্ত কর্মকর্তা মোরশেদুজ্জান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের প্রথম স্বামীর ছেলে শামিম বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম